আজ পশ্চিমবঙ্গে বাঙালিরা চিরাচরিত আনন্দ উত্সবের মাঝে স্বাগত জানালো বাংলা নতুন বছরকে। ১৪১৮ সাল বয়ে আনবে শান্তি ও সমৃদ্ধি সেটাই সবার কামনা। দক্ষিণ কলকাতার কালীঘাট ও কলকাতা শহরতলীর দক্ষিণেশ্বরসহ, বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় পুজা-অর্চনা। মন্দিরে হালখাতায় মোহর করে ব্যবসায়ীরা সারা বছর ভাল ব্যবসার কামনা জানালো। নববর্ষে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে ।
আজকের দিনটিকে শুভদিন বলে মনে করে, বাংলার দুই প্রধান ফুটবল ক্লাব, মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাব, পুজার মধ্যে দিয়ে তাদের উন্নতি ও খেলায় জেতার প্রার্থনা করে।
এ সম্পর্কে কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিস ঘোষ রায়।