অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে ঘরে ঘরে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দ উত্সবের মেলা


কলকাতায় নববর্ষ উদযাপন
কলকাতায় নববর্ষ উদযাপন

আজ পশ্চিমবঙ্গে বাঙালিরা চিরাচরিত আনন্দ উত্সবের মাঝে স্বাগত জানালো বাংলা নতুন বছরকে। ১৪১৮ সাল বয়ে আনবে শান্তি ও সমৃদ্ধি সেটাই সবার কামনা। দক্ষিণ কলকাতার কালীঘাট ও কলকাতা শহরতলীর দক্ষিণেশ্বরসহ, বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় পুজা-অর্চনা। মন্দিরে হালখাতায় মোহর করে ব্যবসায়ীরা সারা বছর ভাল ব্যবসার কামনা জানালো। নববর্ষে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে ।

আজকের দিনটিকে শুভদিন বলে মনে করে, বাংলার দুই প্রধান ফুটবল ক্লাব, মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাব, পুজার মধ্যে দিয়ে তাদের উন্নতি ও খেলায় জেতার প্রার্থনা করে।

এ সম্পর্কে কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিস ঘোষ রায়।

XS
SM
MD
LG