কলকাতায় সিপিআইএম পার্টির প্রয়াত নেতা মোজাফ্ফর আহমেদের ১২৭ তম জন্মদিন পালনের অনুষ্ঠানে ভাষণ দানের সময়, দলের বর্তমান রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বললেন নিজেদের সংগঠন মজবুত করতে না পারলে মমতা বন্দোপাধ্যায়ের হাজার সমালোচনা করেও রাজ্যে তৃনমূল জমানার পরিবর্তন ঘটানো সম্ভব নয়।
রাজ্যের প্রধান বিরোধী দলের ঝুলিতে তেমন সাফল্য না আসার কারন বলতে গিয়ে সূর্যকান্ত মিশ্র নিজেদের দূর্বল সংগঠনকে দায়ী করেছেন। একই সাথে দলের দুই অপর নেতা বিমান বসু ও মোহাম্মদ সেলিম ও তার মতকে সমর্থন করেই নিজেদের দূর্বল সংগঠনকেই দায়ী করেছেন।
অপর দিকে আরেক বাম সংগঠন সোস্যালিষ্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া(এস ইউ সি আই) এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ তাদের দলের এক সভায় কলকাতার নেতাজী ইন্ডোর ষ্টেডিয়ামে উপস্থিত হয়ে ভাষণ প্রসঙ্গে বললেন রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে হলে বামপন্থীদের জঙ্গি আন্দোলনের পথে যেতে হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।