অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গ সরকার আগামী দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে


করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গ সরকার আগামী দুই সপ্তাহের জন্য রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করেছে। আজ শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন, কাল রবিবার ১৬ই মে সকাল ছ'টা থেকে আগামী ৩০শে মে সন্ধ্যা ছ'টা পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া আর কোনও কিছু চালু থাকবে না বলে জানানো হয়েছে‌। স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেমন ছিল তেমনই বন্ধ থাকবে। অত্যাবশ্যক পরিষেবা ছাড়া সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে‌। রাজ্যের চা বাগানগুলোতে ৫০% শ্রমিক নিয়ে কাজ চলবে। পাটকলগুলো ৩০% শতাংশ শ্রমিক নিয়ে কাজ চালাবে। লোকাল ট্রেন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল, মেট্রো এবং ফেরি চলাচলও বন্ধ থাকবে। বাস-ট্যাক্সি, অটো ইত্যাদি চলবে না।

জরুরি পরিবহন শুধু খোলা থাকবে। রেস্তোরাঁ, সিনেমা হল, ক্লাব, স্পা, সুইমিংপুল, সব বন্ধ থাকবে। শুধু খাবারের হোম ডেলিভারি চালু থাকবে, চালু থাকবে অত্যাবশ্যক পণ্য পরিবহন এবং হোম ডেলিভারি। ওষুধের দোকান, চশমার দোকান ও ডাক্তার-খানা খোলা থাকবে। এটিএম সবসময় খোলা থাকলেও ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে ২টো। মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে অত্যাবশ্যক পণ্য ও মুদির দোকান, দুধ, মাছ-মাংস, তরকারি, ইত্যাদির বাজার আগে যেমন সকালে বিকালে দু'বার খোলা রাখার ব্যবস্থা হয়েছিল, এবারে তা কমিয়ে শুধুমাত্র সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে বলা হয়েছে। রাত ন'টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত অকারণে কেউ যাতে বাইরে না বেরোয় তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। অকারণ ওই সময় বাইরে বেরোলে অতিমারি সংক্রান্ত বিশেষ আইন প্রয়োগ করে গ্রেপ্তার করা হবে।

XS
SM
MD
LG