অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গে বিজেপি'র ধর্মঘট


পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিট হাই স্কুলে শিক্ষক নিয়োগের দাবিকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ছাত্র এবং পুলিশের সংঘর্ষে পুলিশের গুলি চালনায় গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ পশ্চিমবঙ্গে বারো ঘণ্টার বাংলা বনধ পালন করল বিজেপি ।

আজকের বনধে ইসলামপুরে তৈরি হল অগ্নিগর্ঙ পরিস্থিতি।বাস ভাঙচুর। বাসে আগুন। পুলিশের গাড়িতে হামলা। রাস্তায় টায়ার জ্বালানো। পথ অবরোধ। পুলিশ-বিজেপি সংঘর্ষ। এদিন সকাল থেকে একের পর এক ঘটনায় কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠল উত্তর দিনাজপুরের ইসলামপুর। গোটা রাজ্যেবন্‌ধ রুখতে পুলিশ-প্রশাসনের তৎপরতা ছিল এদিন চোখে পড়ার মতো। পাশাপাশি, বন্‌ধ সফল করতে সচেষ্ট ছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। দু’পক্ষের মধ্যে একাধিক জায়গায় দফায় দফায় সংঘর্ষ ছড়ায়। বনধ কে কেন্দ্র করে বহরমপুরে পুলিশের সঙ্গে বনধ সমর্থকদের খন্ড যুদ্ধ চলাকালীন আহত হন স্কুলছাত্র ,ঝাড়গ্রামে সরকারি বাসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় ।মেদিনীপুর শহরে দোকান ভাঙচুর করা হয় বনধ সমর্থকদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ ওঠে। মধ্য কলকাতার ক্লাইভ রোডে বন্ধের সমর্থনে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয় । যদিও আজকের বন্ধের প্রসঙ্গে রাজ্যে লগ্নি আনার ব্যাপারে মিলানে সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই বেসরকারি বৈদ্যুতিন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন হিংসা ছাড়া বিজেপির কিছুই করার নেই। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন

অপরদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন বন্ধ প্রায় সর্বাত্মক তারা কোথাও কোনো মানুষকে জোর করে নি তারা শুধু মানুষের কাছে বন্দর সমর্থনের আবেদন জানিয়েছিলেন , এ প্রসঙ্গে দিলীপ ঘোষ তার প্রতিক্রিয়ায় বলেন--

কিন্তু আজকের বন্ধে গোটা রাজ্যের সার্বিক চিত্রটা ছিল এরকমই স্কুল কলেজ অফিস কলকারখানা চা বাগান সর্বত্রই উপস্থিতির হার ছিল প্রায় স্বাভাবিক কিন্তু আজকের বন্ধে বিক্ষিপ্ত সংঘর্ষ এবং বিক্ষিপ্ত ঘটনা রাজ্যবাসীর মনে দাগ কাটলোই।

please wait

No media source currently available

0:00 0:02:18 0:00

XS
SM
MD
LG