অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচন : ভিন্নতর বিশ্লেষণ


গ্রীক দার্শনিক অ্যারিস্টটলের বিবরণে মানুষ রাজনৈতিক প্রাণী কিন্তু মাঝে মাঝে মানূষ রাজনৈতিক পশুও হয়ে ওঠে । তাই নির্বাচনকে কেন্দ্র করে একদিকে যেমন থাকে প্রাণোচ্ছলতা , অন্যদিকে ঠিক তেমনি থাকে পাশব শক্তির পেশী প্রদর্শন । এব পশ্চিম বঙ্গের নির্বাচনও এর ব্যতিক্রম কিছু নয়। এ সব বিষয় বিশ্লেষণ করেছেন কোলকাতা থেকে বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাহিত্যিক রীতা বসু। আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচন : ভিন্নতর বিশ্লেষণ
please wait

No media source currently available

0:00 0:11:22 0:00

ভিডিও চিত্রগ্রহণ ও সম্পাদনা: সানজানা ফিরোজ

XS
SM
MD
LG