অ্যাকসেসিবিলিটি লিংক

দাবানলে ক্ষতিগ্রস্ত পশ্চিমের রাজ্যগুলিকে কেন্দ্র থেকে সাহায্যের আশ্বাস দিলেন বাইডেন 


প্রেসিডেন্ট বাইডেন বুধবার, গভর্নরদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ঘোষণা করেন যে, দাবানল, প্রচন্ড তাপপ্রবাহ ও দুর্ভিক্ষ প্রবন পশ্চিমের রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের আরো সহায়তা পাবেI প্রেসিডেন্ট বাইডেন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রচন্ড তাপপ্রবাহ ও দীর্ঘায়িত খরা পরিস্থিতির উদ্ভব হয়েছেI আমরা এখন দ্রুত গতিসম্পন্ন এবং বৃহত্তর প্রখরতার দাবানল প্রত্যক্ষ করছিI

প্রেসিডেন্ট বাইডেন আরো বলেন, অগ্নি নির্বাপক কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি করা হবে এবং তাঁরা ঐতিহ্যগত বনাগ্নি মরশুমের পরেও প্রয়োজনে চাকুরীতে থাকতে পারবেনI তিনি বলেন, তাঁর কথায়, জলবায়ু পরিবর্তনের কারণে দাবানলের বিরুদ্ধে দায়িত্ব পালন, এখন আর বিশেষ কোনো মরশুমের কাজ নয়I

এই ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন ডেমোক্র্যাটিক দলীয়ক্যালিফর্নিয়া রাজ্যের গভর্নর গেভিন নেউসম, কলোরাডো রাজ্যের, জ্যারেড পোলিশ, নিউ মক্সিকো রাজ্যের গভর্নর, মিশেল লুজান গ্রিশাম, নেভাদা রাজ্যের স্টিভ সিসোলাক, ওরেগন রাজ্যের কেইট ব্রাউন, ওয়াশিংটন রাজ্যের গভর্নর, জে ইন্সলি এবং রিপাবলিকান দলীয়, উটাহ রাজ্যের গভর্নর, স্পেন্সর কক্স এবং ওয়াওমিং রাজ্যের গভর্নর, মার্ক গর্ডনI

তবে উপদ্রুত এলাকার ৩ জন রিপাবলিকান গভর্নর সভায় যোগ দেন নিI তারা হলেন, আরিজোনা রাজ্যের দাগ দুসি, আইডাহো রাজ্যের গভর্নর, ব্র্যাড লিটল এবং মন্টানা রাজ্যের গ্রেগ জিয়ানফোর্তেI

XS
SM
MD
LG