রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলে মঙ্গলবার সেমি ফাইনালের প্রথম খেলায় ফ্রান্স ১-০ গোলে বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে।
প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটে স্যামুয়েল উমতিতির গোলে এগিয়ে যায় ফ্রান্স। প্রথমার্ধে দুই দলই গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো খেলা চলাকালে গ্যালারিতে উপস্থিত ছিলেন।
বিশ্বকাপে ফ্রান্সের এটি তৃতীয়বারের মতো ফাইনাল খেলা। ১৯৯৮ সালে দলটি চ্যাম্পিয়ন হয় এবং ২০০৬ সালে ইতালির কাছে ফাইনালে হেরে যায়।
বুধবার সেমি ফাইনালের দ্বিতীয় খেলায় ইংল্যান্ড লড়বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।