সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ১-০ গোল নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রবিবার সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। বিরতির পর চার মিনিটের মাথায় মাসুরা পারভীনের একমাত্র গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকেও সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের মুকুট জয়ী বাংলাদেশের মেয়েদের অভিনন্দন ও শুভেচ্ছা।