অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইএ সন্দেহ ভাজনদের ওপরে অত্যাচার বিষয়ে রিপোর্ট প্রকাশ করবে


হোয়াইট হাউজের মুখপাত্র জস আর্নেষ্ট সোমবার জানিয়েছেন যে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা CIA সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইএ জিজ্ঞাসা-বাদের সময় যে পদ্ধতি ব্যবহার করেছে, সে বিষয় সংক্রান্ত একটি রিপোর্ট হোয়াইট হাউস প্রকাশ করতে যাচ্ছে এবং তার ওপরে যে সম্ভাব্য প্রতিক্রয়া হতে পারে সেই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সরকার কয়েক মাস ধরে কাজ করছেন।

মঙ্গলবার ঐ রিপোর্টটি প্রকাশ করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সতর্ক করছেন যে এই রিপোর্টের কারনে বিশ্বব্যাপী আমেরিকান স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনার ওপরে হামলা হতে পারে।

যুক্তরাষ্ট্রে ২০০১ সালে ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এই প্রথম আল-কাইদ সন্দেহ ভাজনদের ওপরে সিআইএর অত্যাচারের যে অভিযোগ সে সম্পর্কে তথ্যাদী প্রকাশ করা হচ্ছে। আর্নেষ্ট বলেন প্রেসিডেন্ট বারাক ওবামা মনে করেন যে সেখানে প্রকৃত পক্ষে কি ঘটেছিল সে সম্পর্কে আমেরিকার জনগণের সুষ্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরী।

XS
SM
MD
LG