প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাবার পর, প্রেসিডেন্ট ট্রাম্প, মূলতঃ নীরব থেকে ফলাফলকে অস্বীকার করে চলেছেনI তবে টুইটারে তিনি নীরব থাকেন নি, নির্বাচনে ভোট জালিয়াতি নিয়ে টুইট করে চলেছেন, তবে তাঁর দাবির স্বপক্ষে কোন প্রমান এখনো অব্দি মেলেনিI
দীর্ঘদিনের নীরবতার পর, শুক্রবার বিকেলে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস থেকে করোনা রোগের বিরুদ্ধে বিভিন্নসাফল্য ও পদক্ষেপ নেবার কথা ব্যক্ত করেনI তিনি তাঁর পরাজয় স্বীকার না করলেও ২০ তারিখের পর দায়িত্বে থাকছেন না, এমন একটা আভাষ পাওয়া যায়I তিনি জানান, তাঁর প্রশাসন নুতন কোন লোক ডাউন জারি করবে নাI তিনি জানান, এই প্রশাসন কোন লোক ডাউন জারি করবে না, তবে সময় বলবে পরের প্রশাসন কি করবেI প্রকাশ্যে শিগ্রই ক্ষমতা ছাড়বার কথা ব্যক্ত না করলেও, তাঁর কথায় পরবর্তী প্রশাসনের ইঙ্গিত রয়েছেI