অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর রিপোর্টে কলকাতায় বায়ু দূষণের কথা


FILE - Schoolchildren hold banners to express their distress at the alarming levels of pollution in the city, in New Delhi, India, Nov. 15, 2017.
FILE - Schoolchildren hold banners to express their distress at the alarming levels of pollution in the city, in New Delhi, India, Nov. 15, 2017.

ভারতের সব শহরের মধ্যে বায়ুদূষণে প্রথম দিল্লি। তারপরেই কলকাতা। ওয়র্ল্ড হেলথ অর্গানাইজেশন বা `হু` সংস্থার জেনেভার সদর দপ্তর থেকে বুধবার প্রকাশিত হয়েছে দুনিয়ার ১০৮ শহরের দূষণের এই উদ্বেগজনক রিপোর্ট। বলা হয়েছে, এই পরিস্থিতির জন্য দায়ী প্রধানত গাড়ির সংখ্যাবৃদ্ধি ও বাড়ি নির্মাণ শিল্পের বাড়বাড়ন্ত। এই রিপোর্ট ২০১৬ সালের তথ্যনির্ভর। শহরের বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, তারপর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই যা পরিস্থিতি, তার প্রতিকারের উপায় যে জানা নেই, এমন নয়। কিন্তু সরকারের যে দৃঢ় মনোভাব দরকার, তা কোথায়?
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:01:14 0:00


XS
SM
MD
LG