অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব স্বাস্থ্য সংস্থায়, যুক্তরাষ্ট্রের ফিরে আসাকে স্বাগত জানালেন সংস্থার মহাপরিচালক 


শুক্রবার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO 'র মহাপরিচালক, ড: টেড্রস গেব্রেসাস যুক্তরাষ্ট্রের সংস্থাতে ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন I প্রেসিডেন্ট জো বাইডেন এই মর্মে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর দিয়েছেন I জেনেভায় ভাষণ দানকালে মহাপরিচালক, ড: গেব্রেসাস বলেন, প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে, যুক্তরাষ্ট্র, ১৯৪৮ সাল থেকে বিশ্ব খাদ্য পরিক্রমায় যুগান্তকারী এক ভূমিকা রেখেছে I

ড: গেব্রেসাস প্রেসিডেন্ট বাইডেনের প্রতিশ্রুতির প্রশংসা করে বলেন, শুধুমাত্র পরিবারভুক্ত হওয়ার কারণে নয়, WHO 'র সদস্য দেশগুলির সঙ্গে গঠনমূলক কাজে এবং করোনা সঙ্কট চলাকালে বিশ্বময় চ্যালেঞ্জ একত্রে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তি এক প্রশংসনীয় উদ্যোগ I

XS
SM
MD
LG