শনিবার যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বিলডন শিরোপা জিতলেন স্পেনের গারবিনে মুগুরজা। তিনি ৭-৫ ৬-০ সেটে জয়ী হন। ৩৭ বছর বয়সী উইলিয়ামস গ্রান্ডস্লাম শিরোপা জয় করে সবচেয়ে বেশি বয়সী নারী তারকা হিসেবে নিজের নাম লেখাতে চেয়েছিলেন কিন্তু পাঁচবারের শিরোপাজয়ী এই খেলোয়াড় কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি।
২০১৫ সালে গারবিনে মুগুরজা ভেনাস এর বোন সেরেনা উইলিয়ামসের কাছে উইম্বিলডন শিরোপা খুইয়েছিলেন। কিন্তু এবার ভেনাস উইলিয়ামস ২৩ বছর বয়সী স্প্যানিশ সুন্দরী মুগুরজার কাছে কোনভাবেই টিকে থাকতে পারলেন না।