অ্যাকসেসিবিলিটি লিংক

সুইস টেনিস তারকা রজার ফেদারার ৮ম বারের ন্যায় উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন


উইম্বলডন টেনিসে পুরুষ বিভাগে সুইস টেনিস তারকা রজার ফেদারার ৮ম বারের ন্যায় চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তিনি 6-3, 6-1, 6-4 সেটে হারিয়েছেন ক্রোয়েশিয়ার মার্টিন সিলিসকে।

২০১২ সালের পর থেকে All England Club এ এটি ফেদারারের প্রথম টাইটেল। এখন তার দখলে রয়েছে ১৯টি গ্র্যান্ড স্লাম টা‌ইটেল। এ বছর জিতেছেন উইম্বলডন এবং অষ্ট্রেলিয়া ওপেন।

উইম্বলডন নারী বিভাগে, শনিবার যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বিলডন শিরোপা জিতলেন স্পেনের গারবিনে মুগুরজা। তিনি ৭-৫ ৬-০ সেটে জয়ী হন।

৩৭ বছর বয়সী উইলিয়ামস গ্রান্ডস্লাম শিরোপা জয় করে সবচেয়ে বেশি বয়সী নারী তারকা হিসেবে নিজের নাম লেখাতে চেয়েছিলেন কিন্তু পাঁচবারের শিরোপাজয়ী এই খেলোয়াড় কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি।

২০১৫ সালে গারবিনে মুগুরজা ভেনাস এর বোন সেরেনা উইলিয়ামসের কাছে উইম্বিলডন শিরোপা খুইয়েছিলেন। কিন্তু এবার ভেনাস উইলিয়ামস ২৩ বছর বয়সী স্প্যানিশ সুন্দরী মুগুরজার কাছে কোনভাবেই টিকে থাকতে পারলেন না।

XS
SM
MD
LG