অ্যাকসেসিবিলিটি লিংক

বর্ণাঢ়্য অনুষ্টানের মধ্যদিয়ে শুরু হ’ল শীতকালীন ওলিম্পিক



বর্ণাঢ়্য এক অনুষ্টানের মধ্যদিয়ে এই কিছুক্ষণ আগেই শীতকালীন ওলিম্পিক গেইমসের আনুষ্ঠানিক উদ্বোধন হ’লো রাশিয়ার কৃষ্ণ সাগর এলাকার অবকাশ যাপন শহর সোচীতে।

ওলিম্পিক ষ্টেডিয়ামে হাজার হাজার মানুষ মনমুগ্ধকর এই অনুষ্টান প্রত্যক্ষ করছেন।

বিশ্বের ৪০টি দেশের নেতা এবং রাষ্ট্র প্রধানসহ রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুটিন এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং অন্যান্য ইউরোপিয় ইউনিয়নের নেতারা ওলিম্পিক গেইমসে উপস্থিত থাকছেন না। রাশিয়ার নতুন আইনের মাধ্যমে অপ্রপ্তবয়ষ্কদের মধ্যে সমকামীদের ব্যাপারে কথিত অপপ্রচার নিষিদ্ধ করা হয়েছে। সমালোচকেরা বলছেন, এই আইনের ফলে সাধারণ ভাবে সমকামীদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহনের উপায় হিসাবে দেখা হচ্ছে।

অন্তর্জাতিক ওলিম্পিক কমিটির প্রেসিডেণ্ট থমাস বেচ বৃহস্পতিবার ওলিম্পিক মিছিলে মিঃ বানের হাতে ওলিম্পিক মশাল তুলে দেন। তিনি শুক্রবার সাংবাদিকদের বলেন, ওলিম্পিক গেইমসএর প্রস্তুতি পর্ব খুব ভালভাবেই হচ্ছে তবে প্রথম কয়েক দিন ছোটখাট কিছু সমস্যা হলেও হতে পারে তবে তা খুব সামান্যই হবে।
XS
SM
MD
LG