আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০২২ সালের শীতকালীন অলিম্পিক ক্রিয়া অনুষ্ঠানের স্বাগতিক দেশ হিসেবে বেইজিং-এর নাম ঘোষণা করেছে। অত্যন্ত ব্যয় সাপেক্ষ শীতকালীন অলিম্পিকের স্বাগতিক দেশ হওয়ার প্রতিযোগিতায় কাজাকিস্তানের আলমাটিকে তারা হারিয়ে দেয়।
কুয়ালালামপুরে কমিটির ১২৮ তম সেশনে আইওসির প্রেসিডেন্ট থমাস বাখ শুক্রবার ঐ ঘোষণা দেন।
২০০৮ সালে বেজিং-এ গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল।