অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান শান্তি চুক্তি না হলে পার্শ্ববর্তী দেশেও বিশৃঙ্খলা দেখা দেবে 


পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইমরান খান বুধবার হুশিয়ার করে দিয়েছেন যে, আফগানিস্তানের যুদ্ধরত দলগুলি যদি শান্তি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র ও জোটবাহিনীর সেনা প্রত্যাহারের পর সংঘাতপীড়িত প্রতিবেশ দেশটিতেও বিশৃঙ্খলা দেখা দেবেI

যুক্তরাষ্ট্র, আফগানিস্তান থেকে প্রায় অর্ধেক পরিমান সংখ্যা হ্রাসের ঘোষণা দেবার পর একদিন পরে, প্রধানমন্ত্রী ইমরান খান এই হুঁশিয়ারি উচ্চারণ করেনI যুক্তরাষ্ট্র ও আফগান তালিবানদের মধ্যে ২০২০ সালের চুক্তির ফলশ্রুতিতে,এই প্রত্যাহার কর্মসূচি শুরু হয়েছেI তবে তালিবান জঙ্গিরা আন্তর্জাতিকভাবে সমর্থিত কাবুল সরকারের বিরুদ্ধে মারণাত্মক লড়াইয়ে লিপ্ত রয়েছেI

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমেরিকানরা আফগানিস্তান ত্যাগের প্রেক্ষিতে, সেখানে অরাজকতা এড়াতে বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক মীমাংসা এবং দেশে স্থিতিশীলতা একান্ত কাম্যI

XS
SM
MD
LG