বিশ্ব আবহাওয়া দপ্তর অথবা World Meteorological Organization জানাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণেই সারা বিশ্ব জুড়ে আবহাওয়ার পরিস্থিতি একটা বিপদজনক পর্যায়ে এসে পৌঁছেছে।
কখনও বা বন্যা, কখনও অতিরিক্ত তাপপ্রবাহ আবার কখনও এরই মধ্যে একটা শীতের আমেজ আবহাওয়ার এই অদ্ভুত পরিবর্তন, যত দিন যাবে, ততই আরও প্রকট হতে থাকবে।
এ বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Lisa Schlein এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।