সারা বিশ্বের মতো বুধবার বাংলাদেশেও পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। এবারের নারী দিবসের প্রতিপাদ্য হল 'নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা'। নারীর সমঅধিকার আর মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামী পথ পরিক্রমনে বাংলাদেশের নারীরাও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
একদিকে যেমন সমাজের সব ক্ষেত্রে নারীদের সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত আছে, অন্যদিকে আবার নারীদের প্রতি বৈষম্য আর নির্যাতন, অবিচার, অত্যাচারের চিত্রও কম চোখে পরে না। চলার পথে বাধা আসবেই। কিন্তু থামলে তো চলবে না। যা কিছু করতে হবে তা দৃঢ়তা নিয়েই করতে হবে। তা না হলে আজ সমাজে নারী নেতৃত্ব মাথা উঁচু করে থাকতে পারতো না। আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার, পুলিশ প্রশাসন, ব্যবসায়ী সংগঠনের নেতৃতে আছেন নারী। আর দৃঢ়তার বলেই হাওড় অঞ্চলের মেয়েরা ঠেকিয়ে দেয় তাদের সহপাঠীর বাল্যবিবাহ। আজ বিশ্ব নারী দিবসে অভিবাদন তাদের। ঢাকা থেকে নাসরিন হুদা বিথী।