অ্যাকসেসিবিলিটি লিংক

নারী কন্ঠ: ড: নীনা আহমেদের কথোপকথন


Dr. Nina Ahmad
Dr. Nina Ahmad

আমাদের নতুন সাপ্তাহিক “নারী কন্ঠ” অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ড: নীনা আহমেদ কে।

ড: নীনা আহমেদ একজন রাজনীতিক এবং বিজ্ঞানী। তিনি পেনসেলভেনিয়া রাজ্য থেকে ২০১৮ সালে কংগ্রেসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আসুন শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথন।

please wait

No media source currently available

0:00 0:12:33 0:00

ড: নীনা আহমেদ যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রতিনিধি পরিষদে আসনের জন্য পেনসেলভেনিয়া রাজ্য থেকে প্রতিদ্বন্দিতার কথা ঘোষণা করেছেন।

Dr. Nina Ahmad
Dr. Nina Ahmad

এর আগে ড: আহমেদ ফিলাডেলফিয়ার মেয়রের Public Engagement দফতরের Deputy Mayor পদে নিয়োগ পান।

​ড: নীনা আহমেদ একজন বিজ্ঞানী। তিনি gene mutation নিয়ে কাজ করেছেন।

বিজ্ঞানের জগত থেকে, ড: নীনা আহমেদ রাজনীতি বেছে নেন।

প্রেসিডেন্ট ওবামার প্রশাসনে, Asian Americans and Pacific Islanders কমিশনে উপদেষ্টা ছিলেন তিনি।

ড: আহমেদ National Organization for Women এর Philadelphia Chapter এর প্রেসিডেন্ট ছিলেন। ওই সংগঠনে থাকা কালীন তিনি বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করেছেন।

ড: নীনা আহমেদ যুক্তরাষ্ট্র কংগ্রেসে নির্বাচিত হলে, তিনিই হবেন প্রথম বাংলাদেশী আমেরিকান মহিলা কংগ্রেস সদস্য।

XS
SM
MD
LG