অ্যাকসেসিবিলিটি লিংক

নারী কন্ঠ: ড: নীনা আহমেদের কথোপকথন


Dr. Nina Ahmad

আমাদের নতুন সাপ্তাহিক “নারী কন্ঠ” অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ড: নীনা আহমেদ কে।

ড: নীনা আহমেদ একজন রাজনীতিক এবং বিজ্ঞানী। তিনি পেনসেলভেনিয়া রাজ্য থেকে ২০১৮ সালে কংগ্রেসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আসুন শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথন।

please wait
Embed

No media source currently available

0:00 0:12:33 0:00

ড: নীনা আহমেদ যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রতিনিধি পরিষদে আসনের জন্য পেনসেলভেনিয়া রাজ্য থেকে প্রতিদ্বন্দিতার কথা ঘোষণা করেছেন।

Dr. Nina Ahmad
Dr. Nina Ahmad

এর আগে ড: আহমেদ ফিলাডেলফিয়ার মেয়রের Public Engagement দফতরের Deputy Mayor পদে নিয়োগ পান।

​ড: নীনা আহমেদ একজন বিজ্ঞানী। তিনি gene mutation নিয়ে কাজ করেছেন।

বিজ্ঞানের জগত থেকে, ড: নীনা আহমেদ রাজনীতি বেছে নেন।

প্রেসিডেন্ট ওবামার প্রশাসনে, Asian Americans and Pacific Islanders কমিশনে উপদেষ্টা ছিলেন তিনি।

ড: আহমেদ National Organization for Women এর Philadelphia Chapter এর প্রেসিডেন্ট ছিলেন। ওই সংগঠনে থাকা কালীন তিনি বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করেছেন।

ড: নীনা আহমেদ যুক্তরাষ্ট্র কংগ্রেসে নির্বাচিত হলে, তিনিই হবেন প্রথম বাংলাদেশী আমেরিকান মহিলা কংগ্রেস সদস্য।

XS
SM
MD
LG