অ্যাকসেসিবিলিটি লিংক

নারী কন্ঠ : পরিসংখ্যানবিদ রীতি ইব্রাহিমের সঙ্গে কথোপকথন


Riti Ibrahim
Riti Ibrahim

শাগুফতা নাসরিন কুইন

আজকের নারী কন্ঠ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব পরিসংখ্যানবিদ রীতি ইব্রাহিমের সঙ্গে।

রীতি ইব্রাহিম, বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক সচিব।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান শাস্ত্রে এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা ও আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ে পড়াশুনা করেন।

বর্তমানে তিনি বাংলাদেশে পরিসংখ্যান ব্যবস্থা কী ভাবে উন্নত করা যায়, আরও ভাল করা যায়, সে বিষয়ে পত্রিকায় লেখেন। জাতিসংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিসংখ্যান সংশ্লিষ্ট কার্যক্রমে তিনি পরিসংখ্যানবিদ হিসেবে অংশ নেন ও কাজ করেন। এছাড়াও রীতি ইব্রাহিম একজন সমাজসেবী।

আসুন শোনা যাক তাঁর সঙ্গে আমার কথোপকথন।

please wait

No media source currently available

0:00 0:14:03 0:00

সম্প্রতি একটি প্রতিবেদনে রীতি ইব্রাহিম দারিদ্র্যসীমা নির্ধারণে বাংলাদেশে যে প্রচলিত খানা আয় ব্যয় নির্ধারণ জরিপ ব্যবহার করা হয়, তার বিকল্প পদ্ধতি ব্যবহারের কথা বলেছেন।

Riti Ibrahim
Riti Ibrahim

মিস ইব্রাহিম বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রনালয়ের Statistics & Informatics Division বা পরিসংখ্যান বিভাগের সচিব ছিলেন। বাংলাদেশে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কী রকম অগ্রগতি হয়েছে সে সম্পর্কে তিনি তাঁর মতামত ব্যক্ত করেন।

বাংলাদেশে ২০১১ সালের আদমশুমারি ও গৃহগণনা পরিচালনা করেন তিনি। সে সময় তিনি জাতীয় আদমশুমারি কমিশনার ছিলেন।

Riti Ibrahim
Riti Ibrahim

এছাড়াও তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক ছিলেন।

রীতি ইব্রাহিম যখন বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিভাগের সচিব ছিলেন তখন নারীর বিরুদ্ধে সহিংসতার জরিপ শুরু হয়।

সমাজসেবী রীতি ইব্রাহিম বাংলাদেশ মহিলা সমিতির ভাইস প্রেসিডেন্ট।

XS
SM
MD
LG