ধর্ষণ’ শব্দটির বানান সহজ, লিখতে সময়ও লাগেনা। ধর্ষণ আজকাল করতেও সময় লাগেনা। মন চাইলো হয়ে গেলো। মনের ধর্ষণ দিনে কতবার হচ্ছে তা কেউ হিসেব রাখেনা কারণ শরীরের ধর্ষণের সংখ্যা মনের ধর্ষণকে ছাড়িয়ে গেছে। নারীদের মানুষ হিসেবে দেখতে ভুলে যাচ্ছে কিছু মানসিকভাবে বিকৃত মানুষ।
আজকের নারীকণ্ঠ এই বিষয় নিয়েই।