আমস্টারডাম, সিডনি ও বারমুডাসহ বিশ্বের বহু দেশে জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে প্রতিবাদ-বিক্ষোভ বাড়তে থাকায়, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর বিক্ষোভ সম্পর্কিত সতর্কতা জারি করেছে I নেদারল্যান্ডসে যুক্তরাষ্ট্র দূতাবাস, যুক্তরাষ্ট্রের কর্মচারী ও নাগরিকদের বিক্ষোভপ্রবণ এলাকা পরিহারের পরামর্শ দিচ্ছে, কারণ শান্তিপূর্ণ প্রতিবাদ খুব দ্রুতই সহিংসতায় রূপ নিতে পারে I
সিডনির যুক্তরাষ্ট্র কনস্যুলেট অফিস পরিকল্পিত বিক্ষোভের কারণে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেয়া হবে I বারমুডা'র কনস্যুলেট অফিস হ্যামিল্টনে বিক্ষোভের সম্ভাবনা থাকায় কাজকর্ম বন্ধ রাখবে, তবে মঙ্গলবার জরুরি কাজকর্মের জন্য অফিস খোলা থাকবে I