অস্ট্রেলিয়ায় চলমান বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখতে বাংলাদেশের খেলার দিনগুলোতে মাঠে আসেন গড়ে প্রায় ১০ হাজার প্রবাসী বাংলাদেশী। বাংলাদেশের জার্সির রেপ্লিকা পরে লাল সবুজের পতাকা হাতে নিয়ে মাঠে তারা বাংলাদেশ ক্রিকেটারদেরকে উৎসাহ দেন। এসব খেলোয়াড়দের মনোবল বাড়ায়। ভারতের সঙ্গে খেলায়ও এর ব্যাপক প্রভাব ফেলবে বলে মত দিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী ড. শফিকুর রহমান। তার সঙ্গে কথা বলেন সেলিম হোসেন।