অ্যাকসেসিবিলিটি লিংক

ইটালীর কিয়েলিনিকে কামড়ে দেয়ার অভিযোগ উঠলো উরুগুয়ের সুয়ারেজের বিরুদ্ধে


ইটালীর খেলোয়াড় জিওর্গিও কিয়েলিনিকে কামড়ে দেয়ার অভিযোগ উঠলো উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজের বিরুদ্ধে।

ডিয়েগো গোডিনের দেয়া জয়সূচক গোলের কয়েক মুহূর্ত আগে কিয়েলিনির কাঁধের দিকে মাথা ঠেলতে দেখা যায় সুয়ারেজকে। তার পরই কিয়েলিনি তার জার্সি খুলে কাঁধে একটা সুস্পষ্ট দাগ দেখায় রেফারিকে। এসময় ধারাভাষ্যকারেরা ওই দাগটিকে কামড়ের দাগ বলেই উল্লেখ করেন।

২০১৩ সালে লিভারপুলের হয়ে খেলার সময় প্রিমিয়ার লিগের একটি ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড় দেবার অভিযোগে দশ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল সুয়ারেজকে। ২০১০ সালেও এক ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের ঘাড়ে কামড়ে সাত ম্যাচ নিষিদ্ধ ছিলেন সুয়ারেজ।

এদিকে, উরুগুয়ের জয়ে বিশ্বকাপ থেকে ইটালির বিদায় নিতে হল। ম্যাচটিতে ১-০ গোলের জয় পেয়েছে উরুগুয়ে।

অপর দিকে ইংল্যান্ড বনাম কোস্টারিকার ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। আগেই বাদ পড়া ইংল্যান্ড সান্ত্বনার জয় পেতে আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে।

গ্রীস ২-১ গোলে হারায় আইভরি কোষ্টকে এবং জাপান ৪-১ গোলে হারে কলাম্বিয়ার কাছে।
XS
SM
MD
LG