অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে জার্মানী ও ব্রাজিল


বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠলো জার্মানী ও ব্রাজিল। আজ শুক্রবার জার্মানী ১-০ গোলে ফ্রান্সকে এবং ব্রাজিল ২-১ গোলে কলাম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে।

জার্মানীও ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় প্রথমার্ধের ১৩ মিনিটের মাথায় জার্মান দলের ম্যাটস হামেলস গোল করেন।

পরে ব্রাজিল কলাম্বিয়ার ম্যাচে ব্রাজিলের পক্ষে দুইগোল করেন থায়গো সিলভা ও ডেভিড লুইজ।

অতীতে ফ্রান্স ৬ বার জার্মানীকে পরাজিত করে এবং ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতে। অপর দিকে ১৯৯০ সালে সাবেক পশ্চিম জামার্নীর পক্ষে জার্মান দল বিশ্বকাপ জিতে ছিল।

খেলার ৮০মিনিটের মাথায় কলাম্বিয়ার ষ্ট্রাইকার জেমস রড্রিগেজ দলের পক্ষে গোল করেন। এ পর্যন্ত এই টুর্নামেন্টে রড্রিগেজের আজকের গোল নিয়ে তিনিই সর্বোচ্চ ৬টি গোলদাতা।

জুলাই এর ১৩ তারিখে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।

XS
SM
MD
LG