অ্যাকসেসিবিলিটি লিংক

বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা


বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের শেষ দুই ম্যাচের প্রথমটিতে আজ শনিবার ব্রাজিলের ব্রাসিলিয়াতে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

খেলার ৮ মিনিটের মাথায় গঞ্জালো হিগুয়েইনের করা একমাত্র গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় অঅসে আর্জেন্টিনার।

যুক্তরাষ্ট্র সময় বিকাল ৪টায় সালভাদরে অনুষ্ঠিত হচ্ছে নেদারল্যান্ডস ও কোষ্টারিকার মধ্যকার খেলা।

গতকাল শুক্রবার কোয়ার্টার ফাইনালের প্রথম দুটি ম্যাচ জিতে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে জার্মানী ও ব্রাজিল।

শুক্রবারের খেলায় জার্মানী ১-০ গোলে ফ্রান্সকে এবং ব্রাজিল ২-১ গোলে কলাম্বিয়াকে হারায়।

জুলাই এর ১৩ তারিখে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল ২০১৪ এর ফাইনাল খেলা।

XS
SM
MD
LG