অ্যাকসেসিবিলিটি লিংক

পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল ৪-১ গোলে ক্যামেরুনকে হারিয়ে দিল



বিশ্বকাপ ফুটবলে সোমবারের উত্তজনাকর খেলা হয় স্বাগতিক দল ব্রাজিল ও ক্যামেরুনের মধ্যে। ৪-১ গোলে ক্যামেরুনকে হারিয়ে 'এ' গ্রুপের শীর্ষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

ওদিকে ম্যাক্সিকো এবং ক্রোয়েশিয়ার মধ্যে খেলায় ৩-১ গোলে ৭ পয়েন্ট করেছে ম্যাক্সিকো তবে গোল সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে ব্রাজিল।

‘বি’ গ্রুপের খেলায় নেদারল্যান্ডস চিলেকে হারিয়ে দিল ২-০ গোলে। এখন পর্যন্ত ডাচ দল তিনটি ম্যাচেই জয়ী হয়েছে।
অষ্ট্রেলিয়া এবং স্পেনের মধ্যকার খেলায় স্পেন ৩-০ গোল করেছে। এই দুই দলেরই এটাই ছিল শেষ খেলা।

পরবর্তী রাউন্ডে ব্রাজিল এবং চিলে খেলবে আর নেদারল্যান্ডস খেলবে ম্যাক্সিকোর সংগে।
XS
SM
MD
LG