অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বকাপ ফুটবল। স্বপ্নের প্রতিযোগিতা


Brazil's Ronaldo (9) beats Germany's goalie Oliver Kahn to score during the second half of the 2002 World Cup final Sunday, June 30, 2002, in Yokohama, Japan. (AP Photo/Murad Sezer)
Brazil's Ronaldo (9) beats Germany's goalie Oliver Kahn to score during the second half of the 2002 World Cup final Sunday, June 30, 2002, in Yokohama, Japan. (AP Photo/Murad Sezer)

বিশ্বকাপ ফুটবল। স্বপ্নের প্রতিযোগিতা।
প্রতিযোগিতা নিয়ে রোকেয়া হায়দার কথা বললেন টেলিফোনে ঢাকায় দিলু খোন্দকারের সঙ্গে।
আর কয়েকঘন্টার মধ্যেই ব্রাজিলে বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল আর জার্মানী। অনেকের মতে এটাই হচ্ছে যেনো ফাইনাল ম্যাচ। ব্রাজিল যখন ৬বারের মত শিরোপা জয়ের স্বপ্ন দেখছে, সেই মূহুর্তে কলম্বিয়ার সঙ্গে খেলতে গিয়ে নেইমারের জখম, সিলভার হলুদ কার্ড, সব মিলিয়ে ব্রাজিল এখন হতাশায় ভুগছে, ওদিকে জার্মান দল দারুণ আস্থা নিয়ে মাঠে নামবে।
ব্রাজিলের কোচ লুই ফেলিপে স্কোলারি জোর দিয়েই বলছেন ব্রাজিল আগেও জার্মানীকে হারিয়েছে। কিন্তু জার্মান কোচ জোয়াকিম লো ২০০২ সালের পর মিরোসলাফ ক্লোজ ছাড়া এক্কেবারে নতুন খেলোয়াড়দের নিয়ে তার যে দল গড়েছেন, তাদের দক্ষতা সম্পর্কে তিনি হয়তো খুব ওয়েকফহাল নন। জার্মান দল ১৩ই জুলাই রিওর মারাকানইয়া স্টেডিয়ামে বিশ্বকাপ হাতে নিয়ে দেশে ফেরার আশায় পাল্লা দেবে।
বাংলাদেশে এখন টানটান উত্তেজনা-উচ্ছাস। ঢাকায় টেলিফোনে রয়েছেন ক্রীড়া সংবাদিক দিলু খোন্দকার সবে ব্রাজিল থেকে ঢাকায় ফিরেছেন।
দিলু আপনি তো ব্রাজিলের পরিবেশ দেখে এলেন – কেমন পরিবেশ?

please wait

No media source currently available

0:00 0:04:54 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG