শ্বাসরুদ্ধকর, চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে বিশ্বকাপ গেলো ফ্রান্সের কাছে। ক্রয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতল ফ্রান্স। খেলার প্রথমার্ধে ক্রোয়েশিয়ার মারিও মানযুকিচের আত্মঘাতী গোলের সুবাদে ফ্রান্স এগিয়ে যায়। ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ কিছু সময়ের জন্য খেলায় সমতা আনেন।
এরপর গ্রিযম্যানের পেনাল্টি শট গোলের সংখ্যা বাড়িয়ে দেয়। পল পগবা খেলার ৬৯ মিনিটে তৃতীয় এবং কাইলিয়েন এম্বাপে ৬৫ মিনিটে চতুর্থ গোলটি করেন। এর আগে ফ্রান্স নিজেদের মাটিতে ১৯৯৮ সালে ব্রাজিলের বিরুদ্ধে ৩-০ গোলে বিশ্বকাপ জিতেছিল। আগামী বিশ্বকাপ ফুটবল ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর চ্যাম্পিয়ন ফ্রান্স
