অ্যাকসেসিবিলিটি লিংক

দারফুরের ক্ষতিগ্রস্ত লোকজনদের সহায়তায় বিশ্ব খাদ্য কর্মসূচি 


জাতিসংঘের সংস্থাগুলির মতে, সুদানের বিক্ষুব্ধ দারফুর এলাকায় দুটি দলের কোন্দল ও সংঘর্ষে লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছেন, যাদের সহায়তায় এগিয়ে আসে বিশ্ব খাদ্য কর্মূসূচি,যারা সেখানে খাদ্য সহায়তা তরান্বিত করেছে I

সংস্থাগুলি জানায়, মধ্য জানুয়ারিতে, দক্ষিণ দারফুরে আরব ও মাসালিত গোষ্ঠীর লড়াইয়ে আনুমানিক ২৫০ জন নিহত এবং ১ লক্ষের অধিক লোক তাদের ভিটেমাটি ছেড়ে পালতে বাধ্য হন I

সংস্থা থেকে জানানো হয়, পালিয়ে যাওয়া লোকজন শারীরিকভাবে অত্যন্ত দুর্বল এবং যাদের অনেকেই অপুষ্টিতে ভুগছেন I সংস্থার মুখপাত্র, থমসন ফিরি বলেন, এ যাবৎ তারা ৩০টি কেন্দ্রে, ৪০,০০০ লোকের কাছে জরুরি সহায়তা পৌঁছাতে সমর্থ হয়েছেন I

XS
SM
MD
LG