প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রোহিঙ্গা সঙ্কট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন বাংলাদেশের পক্ষে রয়েছে। গত ১৫ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াতে তার সফর নিয়ে বুধবার এক সংবাদসম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেছেন। তিনি বলেন যুক্তরাজ্যে অনুষ্ঠিত কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে দুইটি গুরুত্ব পূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে যা বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য।
এছাড়া, সংবাদ সম্মেলনে তিনি তাঁর সফরের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নারীর ক্ষমতায়ন এবং সরকারি চাকুরীতে কোটা পদ্ধতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।