বিশ্ব স্বাধীন সংবাদমাধ্যম দিবস উপলক্ষে আজ,সংবাদ মাধ্যমের স্বাধীনতাকামী সংগঠনগুলো, যুক্তরাষ্ট্রে সাংবাদিকরা যে সব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন,তার দিকে মনোযোগ আকর্ষণ করেছেন।তাদের বিবৃতিতে সাংবাদিকদের উপর নানান রকমের হুমকির কথা বলা হয়েছে যার মধ্যে রয়েছে তথ্য ফাঁসকারিদের মামলা রুজু করা, সাধারণের জন্য তথ্য প্রকাশে সরকারের বিধিনিষেধ,রাজনীতিকদের দ্বারা কলঙ্কিত করা, শারিরীক আক্রমণ এবং যথেচ্ছ ধরপাকড় । আর্টিকেল নাইনটিনের নির্বাহী পরিচালক টমাস হিউজেস বলছেন,সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আশংকাজনক ভাবে যে হুমকি বেড়ে চলেছে,তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে । তিনি বলেন এ ধরণের হুমকি যে কেবল মাত্র যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতার ওপর বিরুপ প্রতিক্রিয়া ফেলছে তাই-ই নয়,এর প্রভাব পড়ছে বিশ্বব্যাপী। এ দিকে আজ বিশ্ব স্বাধীন সংবাদ মাধ্যম দিবসের ২৫তম বার্ষিকী উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বলেন আমরা সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার ব্যাপারে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি । গণতান্ত্রিক সরকারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের স্বাধীনতাকে মূল্যায়ন করে থাকে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা করা হলে,নাগরিকরা আরো বেশি বিষয়ে অবহিত হন,রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভাবে সম্পৃক্ত হন এবং তাদের সরকারদের জবাবদিহিমূলক করে তুলতে পারেন।
বিশ্ব স্বাধীন সংবাদমাধ্যম দিবস আজ