অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব ভ্যাকসিন সম্মেলনে ৮৮০ কোটি অ্যামেরিকান ডলারের তহবিলের প্রতিশ্রুতি


ব্রিটিশ সরকারের উদ্যোগে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন আয়োজিত বিশ্ব ভ্যাকসিন সম্মেলনে ৮৮০ কোটি অ্যামেরিকান ডলারের তহবিলের প্রতিশ্রুতি পাওয়া গেছে। শুক্রবার সম্মেলনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে বৃহস্পতিবার অনুষ্ঠিত ভার্চুয়াল এই সম্মেলনে ৭৪০ কোটি ডলারের তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করা হলেও প্রকৃত প্রতিশ্রুতি তা ছাপিয়ে যায়। এতে জানান হয় করোনা ভাইরাস মোকাবিলায় সহায়তা এবং বিশ্বের ৩০ কোটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই তহবিলের প্রতিশ্রুতি এসেছে। বিশ্বজুড়ে করোনাভাইরাস প্রতিরোধে অবকাঠামো নির্মাণসহ স্বাস্থ্য সেবার সহায়তা প্রদান এবং ২০২৫ সাল নাগাদ হাম, পেলিও ও ডিপথেরিয়ার মতো রোগের বিরুদ্ধে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই তহবিল ব্যয় করা হবে । বিবৃতিতে বলা হয় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে করনা ভাইরাসের ভ্যাকসিনের সুযোগ দিতে নতুন উদ্ভাবনী অর্থায়ন প্রকল্পের জন্য অতিরিক্ত ৫৬ কোটি ৭০ লাখ অ্যামেরিকান ডলারের প্রতিশ্রুতিও পাওয়া গেছে। ভার্চুয়াল এই সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা মানবজাতিকে করোনাভাইরাস থেকে রক্ষা করতে দ্রুত টিকা উদ্ভাবনের আহ্বান জানিয়ে বলেছেন, টিকাদানই সংক্রামক বা ছোঁয়াচে রোগ মোকাবিলার অন্যতম উপায় হিসেবে প্রমাণিত হয়েছে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের যে বর্তমানে উদ্যোগে চলছে তা সফল হলে সেই প্রতিষেধক যাতে সমগ্র মানব জাতির জন্য নিশ্চিত করা হয় সে বিষয়ে সম্মেলনে অংশ গ্রহণকারী দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নেতারা সহযোগিতার আহ্বান জানিয়েছেন। ভার্চুয়াল এই সম্মেলনে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের ৫০ টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা অংশ গ্রহণ করেছে।

ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।

সরাসরি লিংক



XS
SM
MD
LG