অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের গুরুতর সমস্যা - পানিতে আর্সেনিক দৃষণ এবং লবনাক্ততা : আবুল বারকাত


Stockholm-এ বিশ্ব পানি সপ্তাহ উপলক্ষে আয়োজিত হয় এক আন্তর্জাতিক সম্মেলন। যার মূল লক্ষ্য সারা পৃথিবীর সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেয়ার উপায় অন্বেষা। এ উপলক্ষ্যে বাংলাদেশের পানি সমস্যার ওপর দৃষ্টিপাত।

এক সাক্ষাত্কারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং অর্থনীতি বিভাগের প্রধান ডঃ আবুল বারকাত বলেন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদের উচিত্ দুটি সমস্যার ওপর সবচেয়ে প্রাধান্য দেয়া, পানিতে আর্সেনকি দৃষণ আর উপকূলীয় এলাকার পানিতে লবনাক্ততার বিষয়। তিনি বলেন গ্রামের ৭৫ শতাংশ আর উপকূলীয় এলাকার ২০ শতাংশ মানুষ এ দুটি সমস্যা মোকাবিলা করছে এবং সরকার যদি অচিরে ব্যবস্থা না নেয় তাহলে আর্সেনকি জনিত নানা রোগে ভুগে বহু মানুষ অকালে প্রাণ হারাবে।

XS
SM
MD
LG