জাতি সংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে যে ২০১৮ সালের নভেম্বর মাসে ৪৫০ জনের বেশী মধ্য আমেরিকার নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এদের মধ্যে অধিকাংশই কিন্তু ছিল পুরুষ, এবং যুক্তরাষ্ট্রের উদ্দেশে আসা গাড়িবহরে তারা আসছিল।
এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Lisa Schlien এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত ।