অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে অস্ত্র বিরতি শেষ হয়েছে, বিমান হামলা আবার শুরু হয়েছে


REUTERS - HOMELESS FAMILY IN SANAA, YEMEN
REUTERS - HOMELESS FAMILY IN SANAA, YEMEN

রবিবার ইয়েমেনের রাজধানী সানার উপর, সৌদী নেতৃত্বে কোয়ালিশন আবার বিমান আক্রমণ শুরু করে। বাহাত্তর ঘন্টার অস্ত্র বিরতির মেয়াদ শেষ হওযার কয়েক ঘন্টার মধ্যেই বিমান হামলা শুরু হয়।

জাতি সংঘের বিশেষ দূত ইসমাইল ওল্দ শেখ আহমেদ বলেছেন তিনি আশা করেছিলেন অস্ত্র বিরতি অব্যাহত থাকবে।

ইয়েমেনে, সরকার বাহিনী এবং সৌদী নেতৃত্বে মিত্র জোট, হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে। ইরান বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে। সৌদী ইয়েমেন সীমান্তে শুক্রবার লড়াই শুরু হয এবং শনিবার পর্যন্ত চলে। অস্ত্র বিরতি শেষ হয়েছিলো শনিবার রাতে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছে, সৌদী নেতৃত্বে কোয়ালিশন শনিবার বিমান হামলা চালায় সানার পুর্বাঞ্চলে হুতি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যন্ত্রের উপর।

XS
SM
MD
LG