অ্যাকসেসিবিলিটি লিংক

আরব নেতারা বলেছেন ইয়েমেনে বিমান আক্রমণ অব্যাহত থাকবে


Egyptian President Abdel-Fattah el-Sissi attends during the closing session of the Arab Summit in Sharm el-Sheikh, in the South Sinai governorate, south of Cairo, March 29, 2015.
Egyptian President Abdel-Fattah el-Sissi attends during the closing session of the Arab Summit in Sharm el-Sheikh, in the South Sinai governorate, south of Cairo, March 29, 2015.

আরব নেতারা বলেছেন ইয়েমেনে সৌদী আরবের নেতৃত্বে যে বিমান আক্রমণ চালানো হয় তা অব্যাহত থাকবে যতক্ষণ না ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা, অধিকৃত অঞ্চল থেকে প্রত্যাহার করে এবং আত্মসমর্পন করে।

রবিবার মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলন শেষে তারা ওই বিবৃতি দেন।

ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদী, এর একদিন আগে শীর্ষ সম্মেলনে দেওয়া এক ভাষণে তার শিয়া প্রতিদ্বন্দ্বীদের তীব্র সমালোচনা করেন। তার শিয়া প্রতিদ্বন্দ্বীদের অধিকাংশই ইয়েমেনের হুতি জাতিগোষ্ঠির সদস্য। তাদের তিনি ইরানের পুতুল বা সহকারী বলে আখ্যায়িত করেন। ওদিকে ইরান বলেছে তারা ইয়েমেনে শিয়া বাহিনীকে প্রশিক্ষন দেয়নি বা তাদের অর্থ দেয়নি।

XS
SM
MD
LG