ইয়েমেনের চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন যে সেখানকার শিয়া বিদ্রোহীদের লক্ষ্য করে একটি বাসের উপর সৌদি নের্তৃত্বাধীন জোটের বিমান আক্রমণে অন্তত ৪৩ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই শিশু । আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলেছে যে তারা যে হাসপাতালটিকে সহায়তা দিয়ে থাকে সেখানে ১৫ বছরের কম শিশুদের ২৯টি মৃতদেহ এবং ৪৮ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। এই ৪৮ জনের মধ্যে ৩০ জনই শিশু। অন্য আরেকটি হিসেবে বলা হয়েছে ৬০ জনেরও বেশি লোক আহত হয়েছে। হুথি বিদ্রোহীদের শক্ত ঘাঁটি সৌদি আরবের সীমান্তবর্তী ইয়েমেনের উত্তরাঞ্চলে এই হামলা ঘটে। সেখানকার দাহইয়ান বাজারে বাসটি বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন এবং ভিডিও ফুটেজে দেখা গেছে যে রক্তাক্ত অবস্থায় কিংবা ব্যান্ডজ বাঁধা অবস্থায় শিশুরা হাসপাতালের স্ট্রেচারে শুয়ে আছে এবং চিকৎসকরা তাদের চিকিৎসা করছেন। সৌদি নের্তৃত্বধীন জোট অবশ্য শিয়া বিদ্রোহীদের উপর এই আক্রমণকে বৈধ সামরিক অভিযান বলে অভিহিত করেছে এবং বলছে যে এই আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইন মেনেই চালানো হয়েছে। এই জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলছেন যে বিদ্রোহীদের লক্ষ্য করেই এই বিমান অভিযান চালানো হয়েছে যারা কীনা সৌদি আরবের দক্ষিনাঞ্চলে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে যাতে একজন নিহত এবং এগারো জন আহত হয়।