অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছ থেকে ২৯০ জনকে মুক্ত করা হয়েছে


আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি শুক্রবার জানিয়েছে তারা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছ থেকে ২৯০ জন বন্দীকে মুক্ত করতে সাহায্য করেছে। আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির এক বিবৃতিতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ধামার অঞ্চলে হুতি বিদ্রোহী এবং সৌদি পরিচালিত বাহিনীর সংগে লড়াই-এ যে একটি জেলখানার উপরে হামলা করা হয়ে ছিল যেখানে প্রাণে বেঁচে যাওয়া ৪২জন বন্দী রয়েছেন এই মুক্তি প্রাপ্তদের বন্দীদের মধ্যে।

আইসিয়আরসি জানিয়েছে, তারা বন্দীদের পরিচয় সনাক্ত করা এবং মুক্তি পাওয়ার পর তারা কোথায় যাবে, তাদের স্বাস্থ্য পরীক্ষাসহ অর্থিক সাহায্য সহযোগিতা করার বিষয়ে সাহায্য করেছে। জাতিসংঘ বন্দী মুক্তি দানকে স্বাগত জানিয়েছে।

ইয়েমেনের জন্য জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ লড়াইরত সবগুলো দলকে ভবিষ্যতে আরও বন্দীদের মুক্তির বিষয় নিয়ে আলোচনার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

XS
SM
MD
LG