অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনের দক্ষিনাংশে সংঘর্ষে অন্তত ১৯ ব্যক্তির মৃত্যু


ইয়েমেনের দক্ষিনাংশে সংঘর্ষে অন্তত ১৯ ব্যক্তির মৃত্যু
ইয়েমেনের দক্ষিনাংশে সংঘর্ষে অন্তত ১৯ ব্যক্তির মৃত্যু

ইয়েমেনের দক্ষিনাংশে সংঘর্ষে অন্তত ১৯ ব্যক্তির মৃত্যু হয়েছে । ইতিমধ্যে কয়েক মাস ধরে চলতে থাকা সহিংসতার অবসানের কোনো লক্ষণ নজরে পড়ছে না । রাজধানী সানায় আলী আব্দুল্লা সালের বিরোধিতায় বিক্ষোভ অব্যাহত রয়েছে । ইয়েমেনি বাহিনীর সঙ্গে ইসলামপন্থী জঙ্গীদের লড়াই হয়েছে মঙ্গলবার দক্ষিণী শহর যিনজিবারে – তাতে ১৫ জনের মৃত্যু হযেছে ।

ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম শহর তাইজ-এও নতুন করে লড়াই বেধেছে । বেশ কয়েকবার কামানের গোলার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন । সহিংসতায় কম করে হলেও চার জনের মৃত্যু হয়েছে । ইতিমধ্যে উপসাগরীয় সহযোগিতা পরিষদের মধ্যস্থতায় প্রণীত শান্তি রফা মেনে নেবার জন্যে এবং ৩৩ বছরের শাসনের অবসান ঘটানোর জন্যে আলী আব্দুল্লা সালের প্রতি লাগাতার আহ্বানা জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে। আলী আব্দুল্লা সালে এখন চিকিত্সার্থে সৌদি আরবে রয়েছেন ।

XS
SM
MD
LG