অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনের মানবিক পরিস্থিতি অনিশ্চিত


একজন ইয়েমেনি মহিলা যুদ্ধবিধ্বস্ত হোদেইদাহ প্রদেশে এই ক্লিনিকে একটি অপুষ্ট শিশুকে খাওয়াচ্ছেন, ফাইল ছবি, ৭ই অগাস্ট, ২০২১, ছবি খালিদ জিয়াদ/এএফপি
একজন ইয়েমেনি মহিলা যুদ্ধবিধ্বস্ত হোদেইদাহ প্রদেশে এই ক্লিনিকে একটি অপুষ্ট শিশুকে খাওয়াচ্ছেন, ফাইল ছবি, ৭ই অগাস্ট, ২০২১, ছবি খালিদ জিয়াদ/এএফপি

ইয়েমেনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দাতা দেশগুলির ব্যাপক সহায়তায় এ বছরের শুরুতে সেখানে দুর্ভিক্ষ এড়ানো গেলেও, সেখানকার পরিস্থিতি এখন নাজুক এবং সেখানে বহু অত্যাবশ্যকীয় কর্মসূচিতে আরও কাটছাঁট করা হবে, এমন ঝুঁকি রয়েছে।

ডেভিড গ্রিজলি ভয়েস অব আমেরিকাকে জানান, "এটা যথেষ্ট নয় যে ওই সঙ্কট আমরা এড়াতে পেরেছি, আগামী সপ্তাহগুলো থেকে ২০২২ সাল নাগাদ আমাদের অব্যাহত সহায়তার প্রয়োজন রয়েছে, এবং রাজনৈতিকভাবে যতদিন না এই সংকটের মীমাংসা হচ্ছে, ততদিন এই একই পরিস্থিতি বিরাজ করবে"I

সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দু রাবু মানসুর হাদি ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ৭ বছরের লড়াই মধ্য-প্রাচ্যের এই দরিদ্রতম দেশটিকে দারিদ্র সীমার আরো নীচে নিয়ে গেছে।

দেশব্যাপী যুদ্ধবিরতির লক্ষ্যে জাতিসংঘের চলমান মধ্যস্থতার প্রচেষ্টা , সানা বিমানবন্দর আবার খুলে দেয়া, হোদেইদাহ বন্দরের মাধ্যমে তেল ও অন্যান্য দ্রব্যাদির আমদানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং সরাসরি আলোচনা শুরু করার উদ্যোগ সবই ব্যর্থ হয়েছেI

৩ কোটি জনগণের মধ্যে ২ কোটির বেশি লোকের এখন প্রয়োজন মানবিক সহায়তারI বিশ্ব খাদ্য কর্মসূচি জানায় সংঘাত এবং ভেঙে পড়া অর্থনৈতিক সংকটের দরুন ১ কোটি ৬০ লক্ষ লোকএখন দুর্ভিক্ষের মুখোমুখিI

শিশুদের অবস্থা বিশেষভাবে সংকটাপন্ন: জাতিসংঘ বলছে অপুষ্টি এবং ভ্যাকসিন-প্রতিরোধযোগ্য রোগসহ চিকিত্সা করা যায় এমন রোগেই প্রতি ১০ মিনিটে ১টি শিশুর মৃত্যু হচ্ছেI

জাতিসংঘ ডিসেম্বরের মধ্যে চাহিদা মেটাতে প্রায় ৪০০ কোটি ডলারের আবেদন করেছে। গ্রীসলি বলেন, তারা প্রায় ২৬০ কোটি ডলার নগদ অর্থ এবং প্রতিশ্রুতি পেয়েছে। আর তাই কিছু সহায়তার ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছেI

মার্চ মাসে ইয়েমেনের জন্য মানবিক অর্থায়নে তীব্র ঘাটতি ছিল, যার কারণে এমন কী যেসব লোকের সাহায্যের প্রয়োজন বেশি তাদের রেশন ডব্লিউএফপি অর্ধেক করে দিয়েছিল। যুক্তরাষ্ট্র, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ প্রধান দাতাদের কাছ থেকে নগদ অর্থ সরবরাহ তাদের পূর্ণরেশন ব্যবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করেছিল, তবে কর্মকর্তা গ্রিজলি বলেন, ক্রমাগত অর্থায়ন ছাড়া তাদের "সবচেয়ে বড় ভয়" যে এই সংকট আবারও দেখা দিতে পারে।

XS
SM
MD
LG