অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেন সঙ্কট নিয়ে জাতিসংঘে জরুরী আলোচনা


সৌদি পরিচালিত কোয়ালিশন, ইয়েমেনে বিদ্রোহীদের দখলিত হোদেইদায় ব্যাপক অভিযানের প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইয়েমেনের সঙ্কট পরিস্থিতি নিয়ে আজ জরুরী আলোচনায় মিলিত হয়েছে I ইয়েমেনে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি, মার্টিন গ্রিফিথস বিবাদমান সকল পক্ষকে সংযম প্রদর্শনের এবং রাজনৈতিক সংলাপে সম্পৃক্ত হবার আবেদন জানিয়েছেন I

বুধবার সৌদি পরিচালিত বিমানবাহিনী ও যুদ্ধজাহাজ হোদেইদার আশে-পাশে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক সামরিক অভিযান শুরু করে I

XS
SM
MD
LG