অ্যাকসেসিবিলিটি লিংক

মহা সংকটের মুখে ইয়েমেনের জনগণ


ইয়েমেনে জাতিসংঘ মানবিক তৎপরতার অর্থ ফুরিয়ে আসছে এবং শীঘ্রই সেখানে ১০ লক্ষের অধিক জনগণের খাদ্য রেশন সীমিত করা হবে I দাতাদের তরফ থেকে নুতন অর্থ সাহায্যের অঙ্গীকার না পেলে,লক্ষ লক্ষ অনাহারী জনগণ সেখানে মৃত্যুর ঝুঁকিতে পড়বেন I ইয়েমেনে জাতিসংঘের সমন্বয়কারী, LISE GRANDE বলেছেন, যে অর্থের আশ্বাস আমাদের দেয়া হয়েছে, তার ওপরই আমরা চরমভাবে নির্ভরশীল, কারণ, এই অর্থ সাহায্য না পেলে বহু জনগণের প্রাণহানি ঘটবে I ইয়েমেনে ৩৪টি মানবিক প্রকল্পের মধ্যে মাত্র ৩টিতে অর্থ সহায়তা মিলেছে I

সৌদি পরিচালিত কোয়ালিশন এবং ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে চার বছরের লড়াইয়ের জেরে ইয়েমেনে এক বিপর্যয়কারী মানবিক সংকট সৃষ্টি হয়েছে I

XS
SM
MD
LG