অ্যাকসেসিবিলিটি লিংক

অবহেলা ও নিগ্রহের শিকার ইয়েমেনের জনগণঃ জাতিসংঘ



ফাইল ছবি//ইয়েমেনের হাজ্জা শহরের একটি হাসপাতালে চিকিৎসার অপেক্ষায় ভয়াবহ অপুষ্টির শিকার এক শিশু, ১লা অক্টোবর, ২০১৮, এপি
ফাইল ছবি//ইয়েমেনের হাজ্জা শহরের একটি হাসপাতালে চিকিৎসার অপেক্ষায় ভয়াবহ অপুষ্টির শিকার এক শিশু, ১লা অক্টোবর, ২০১৮, এপি

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা জানান, ইয়েমেনের যুদ্ধ যখন সপ্তম বছরে পড়েছে এবং যা বন্ধের কোনোই লক্ষণ নেই, এমতাবস্থায় আন্তর্জাতিক সমাজ, লক্ষ লক্ষ ইয়েমেনী জনগণকে পরিত্যাগ করে এক দুর্বিষহ জীবন আর হতাশার মাঝে রেখেছে I আগামী সপ্তাহে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কাছে তাদের প্রাপ্তি উত্থাপনের আগে, জাতিসংঘের ৩ সদস্যের আন্তর্জাতিক ও আঞ্চলিক বিশেষজ্ঞ গ্ৰুপ, তাদের প্রতিবেদনে এই তথ্য জানায়I

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ বছর ইয়েমেনে যুদ্ধে ১২০০ সাধারণ নাগরিক নিহতবা আহত হয়েছেন I এই সংখ্যা ২০১৫ সালে যুদ্ধ শুরু হওয়ার পর যে ২০,০০০ -এর বেশি লোক প্রাণ হারান, তার বাইরেI

জাতিসংঘ মানবিক দপ্তর আরো জানায়, ২, ৩৩,০০০ মানুষক্ষুধা, রোগ, স্বাস্থ্য পরিচর্যার অভাব , ভেঙে পড়া অর্থনীতি ও অন্যান্য পরোক্ষ কারণে মারা যানI
প্রখ্যাত বিশেষজ্ঞ, আর্দি ইমসেলস বলেন, ক্ষুধা, দারিদ্র, দুর্দশা ও হতাশার কারণে, সংকটে পতিত সাধারণ জনগণকেই এর চরম মূল্য দিতে হচ্ছেI

ইমসেলস বলেন, এ বছর বিশিষ্ট বিশেষজ্ঞ দলের অব্যাহত বিশ্বাস রয়েছে যে, সংঘাতে সংশ্লিষ্ট সবগুলি দল ভয়াবহ আন্তর্জাতিক মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইন ভঙ্গ করেছে, যার মধ্যে অনেকগুলো যুদ্ধাপরাধের সামিলIতিনি বলেন তাঁর কথায়, আগে যেমন আমরা বলেছি, এই সংঘাতে কেউই নিষ্কলঙ্ক নয়I

বিশেষজ্ঞ গ্ৰুপটি, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সমর্থিত ইয়েমেন সরকার এবং ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের এসব পাশবিকতার জন্য দায়ী করেছে I এই রিপোর্টে সৌদি আরব পরিচালিত কোয়ালিশন কর্তৃক জনবহুল এলাকায় বিমান হামলা এবং হুথি বিদ্রোহীদের নির্বিচারে গোলাবর্ষণের কথা লিপিবদ্ধ করা হয়I

XS
SM
MD
LG