নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস চলমান অর্থনীতির সংজ্ঞা বাতিল করে দিতে চান। তার মতে এই অর্থনীতি হচ্ছে হুকুম মানার অর্থনীতি। এই অর্থনীতি মানুষকে চাকরি করতে শিখিয়েছে। নিজেকে আবিষ্কার করার সুযোগ দেয়নি। তাই হুকুম মানার এই অর্থনীতি বাতিল করে দিতে হবে।
ব্যাংককে দু'দিনব্যাপী সামাজিক ব্যবসা সম্মেলনের সমাপনী ভাষণে এই মতামত দেন প্রফেসর ইউনূস। তিনি বলেন, গন্তব্য খুব কাছে নয়। আমাদের গন্তব্য হল পৃথিবীকে বাঁচাতে হবে। যদিও হাতে আমাদের সময় নেই। অনেকেই অনেক রকম তত্ত্ব হাজির করেন, বলেন ২০ থেকে ৩০ বছরের মধ্যেই তারা পরিবর্তন দেখবেন। আসলে এসব কল্পনা মাত্র। আমাদেরকে পারতেই হবে।
৫৯ টি দেশের ১৫শ প্রতিনিধির উদ্দেশ্যে ইউনুস বলেন, এই মুহূর্তে সামাজিক ব্যবসা আন্দোলনে নতুন এক মাত্রা যোগ হয়েছে। আমি দাবী করি না সামাজিক ব্যবসা সফল হয়েছে, বলতে পারেন- পৃথিবীর অর্ধেক মানুষের মধ্যে প্রচন্ড রকমের আগ্রহ তৈরি হয়েছে। সরকার নয়, জাতিসংঘ নয়, আন্তর্জাতিক সংস্থা নয়। এদের কাছে আমরা কেন যাব। আপনার শক্তি আছে বুদ্ধি আছে। নিজেকে আবিষ্কার করুন। বুদ্ধি কাজে লাগান। মনে রাখবেন প্রত্যেক মানুষের ভেতরে জাদুকরী ক্ষমতা রয়েছে। মানুষ পারে না এমন কিছু নেই এই পৃথিবীতে, যোগ করেন সামাজিক ব্যবসার এই জনক।