নোবেল জয়ি প্রফেসার ইউনুস জনগনকে বোঝাবেন , বলবেন সরকার যেভাবে গ্রামিন ব্যাঙ্ককে কব্জা করছে তাতে ব্যাঙ্কটি ধংস হয়ে যাবে । প্রফেসার ইউনুস এসব কথা বলেছেন কুয়ালালামপুরে গ্রামিন সেন্টার আয়োজিত গ্লোবাল বিজনেস সামিট ২০১৩ উপলক্ষে আয়োজিত বৈঠক চলাকালে দৈনিক মানব জমিন পত্রিকার সম্পাদক ও ভয়েস অফ এ্যামেরিকার ঢাকা সংবাদদাতা মতিয়ুর রহমান চৌধুরীর সঙ্গে কথা প্রসঙ্গে । প্রফেসার ইউনুসের মন্তব্যের ভিত্তিতে রিপোর্টটি রচনা করেছেন মতিয়ুর রহমান চৌধুরী ।grameen