বাংলাদেশ সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরী ৮,০০০ টাকা নির্ধারণের যে ঘোষণা বৃহস্পতিবার দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে পোশাক শ্রমিকদের সংগঠন গুলো ঘোষিত সর্বনিম্ন মজুরি প্রত্যাখ্যান করে তা ১৬ হাজার টাকা করার দাবি পুনঃব্যাক্ত করেছে। শ্রমিক নেতারা বলেছেন, সরকার এই অবাস্তব ন্যূনতম মজুরী ঘোষণা করে দেশের ৪৪ লাখ পোশাক শ্রমিকদের সাথে প্রতারণা করেছে। তারা অভিযোগ করেছেন সরকার গার্মেন্টস কারখানার মালিকদের স্বার্থ রক্ষা করতে শ্রমিকদেরকে বঞ্চিত করেছে।
পৃথক সমাবেশ থেকে গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং ১২ টি শ্রমিক সংগঠনের মোরচা গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের নেতারা সরকারকে সতর্ক করেছে এই বলে যে তাঁদের দাবি মানা না হলে তারা সর্বাত্মক আন্দোলন শুরু করবে।
বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের নেতা মনিমুর রাহমান, শ্রমিক-মালিক এবং সর্বোপরি দেশের স্বার্থে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরী ১৬০০০ টাকা নির্ধারণের আহ্বান জানিয়েছেন। অন্যথায় সেপ্টেম্বর শেষে সর্বাত্তক আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের এই নেতা।