অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখতে ঢাকা পৌঁছেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো


মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখতে শনিবার দুই দিনের এক সফরে সস্ত্রীক ঢাকা পৌঁছেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং তাঁর স্ত্রী রাশিদা খানম। সফরকালে, প্রেসিডেন্ট জোকো উইদোদো রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রোহিঙ্গা সমস্যা এবং দ্বিপাক্ষিক অন্যান্য বিষয়াবলী নিয়ে আলোচনা করবেন। রোববার তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং মিয়ানমারে তাদের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের কথা শুনবেন।

এছাড়া, তাঁর সফরকালে ইন্দোনেশিয়া থেকে এলএনজি আমদানির জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য দশ টন মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছে মালয়েশিয়া।রোহিঙ্গাদের চিকিৎসার জন্য মালয়েশিয়া মাঠ পর্যায়ে যে হাসপাতাল পরিচালনা করছে এই মেডিকেল সরঞ্জাম সেখানে ব্যাবহারের জন্য পাঠান হয়েছে বলে মালয়েশিয়া সরকারেরে পক্ষ থেকে বলা হয়েছে।

XS
SM
MD
LG