অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনা ১২ দিন ব্যাপী জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ড সফরে যাচ্ছেন


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ শে মে থেকে ১২ দিন ব্যাপী জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ড সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই ত্রিদেশীয় সফরের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তাঁর সফরের প্রথম ধাপে জাপানে ২৮শে মে থেকে ৩ দিন অবস্থানকালে দুইদেশের মধ্যে ২৫০কোটি ডলারের অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স ওডিএ চুক্তি সাক্ষর হওয়ার কথা রয়েছে।

তিনি এই অর্থ দিয়ে বাংলাদেশের ৫ টি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।জাপান সফর শেষে সেখান থেকেই প্রধানমন্ত্রী সৌদি আরব যাবেন বলে উল্লেখ করে আব্দুল মোমেন

বলেন সেখানে মক্কায় তিনি ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি'র শীর্ষ সম্মেলনে যোগ দেবেন । তেসরা মে শেখ হাসিনা তার সফরের শেষ অধ্যায়ে সৌদি আরব থেকে ফিনল্যান্ড সফরে যাবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর আসন্ন ত্রিদেশীয় সফরের সময় রোহিঙ্গা ইস্যু দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বৈঠকে গুরুত্ব পাবে।

সফর শেষে আগামী ৮ই জুন তিনি দেশে ফিরবেন ।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG